মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
‘তরুণদের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুরে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মুখোমুখি হলেন নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকায় নাজিরপুর আলীম মাদ্রাসা মাঠে গুরুদাসপুরের তরুণ সমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। এরপর উপস্থাপক মনজুরুল হাসানের পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও উদীয়মান তরুণ প্রজন্ম। তারা আগামীর গুরুদাসপুর গড়ার স্বপ্ন, চ্যালেঞ্জ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে এমপি প্রার্থীর কাছে সময়োপযোগী প্রশ্ন উপস্থাপন করেন।
এক নারীর প্রশ্নের উত্তরে মাওলানা আব্দুল হাকিম বলেন, “চাকরিক্ষেত্রে মেধার ভিত্তিতেই মূল্যায়ন হবে। ধর্মের কারণে কাউকে বঞ্চিত করা হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই সমান অধিকার ও সর্বাত্মক নিরাপত্তা পাবে।”
শিক্ষা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত হলে নাটোর-৪ আসনের যে কোনও একটি উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের রাস্তাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে। মেধাবী শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে বিশেষ মোটিভেশনাল টিম গঠন করা হবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থপেডিক্স চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বড়াইগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বাবর আলী, গুরুদাসপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য দানিউল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান, এবং জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম।
তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে হয়ে ওঠা এই প্রশ্নোত্তর পর্বে উন্নয়ন ভাবনা ও সাম্যের রাজনীতি নিয়ে আশা জাগানিয়া বার্তা দেন জামায়াত মনোনীত এই এমপি প্রার্থী।