মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পৌর শহরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলা ৮টি করাতকল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সীলগালা করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, সীলগালাকৃত করাতকলগুলোর মধ্যে নালিতাবাড়ী করাতকল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের মালিকানাধীন দুটি কলও রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী। এ সময় আনসার ব্যাটালিয়নের সদস্য এবং বন বিভাগের কর্মকারীরা সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, পৌর শহরের বিভিন্ন এলাকায় এসব করাতকল বহু বছর ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই চলছিল। এসব কলে অবাধে গাছ কাটা ও বিক্রি হওয়ায় বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, “পরিবেশ সংরক্ষণ ও বন আইন ১৯২৭ এর সংশ্লিষ্ট ধারায় এসব অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ করাতকলের বিরোধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপের প্রশংসা করেছেন।