মোঃ নজরুল ইসলাম ,শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. আব্দুস সালাম। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করেন।
জনাব মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা এবং শিক্ষার প্রতি অকৃত্রিম ভালোবাসা শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সকলে প্রত্যাশা করছেন।
যোগদানের পর তিনি শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের এবং দায়িত্বের। আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, শৃঙ্খলা ও মানসম্পন্ন শিক্ষার পরিবেশ গড়ে তুলব, যাতে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণ করতে পারে।”
প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীরা নতুন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)-কে স্বাগত জানিয়ে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি পরিবারের পক্ষ থেকে জনাব মো. আব্দুস সালাম-কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।