নিজস্ব প্রতিনিধি:
সচিবালয়ে ভাতা দাবিতে সরকারি আচরণবিধি ভঙ্গ করে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী মামলা করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার এফআইআর নং-৮, জি আর নং-৩৫০, খারা-৬/১২।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন—
-
স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী,
-
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার ও সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবির,
-
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সংযুক্ত পরিষদের সহ-সভাপতি শাহীন গোলাম রব্বানী,
-
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সহ-সভাপতি নজরুল ইসলাম,
-
তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন।
এ ছাড়া মামলায় আরও অন্তর্ভুক্ত হয়েছেন—স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ইসলামুল হক, মহসীন আলী, তায়েফুল ইসলাম, এবং মন্ত্রীপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক নাসির।
মামলা দায়েরের পর সকল আসামিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোর্টে চালান করা হয়েছে।
এর আগে গত বুধবার সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ সচিবালয় ভাতা দাবিতে আন্দোলন করেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করার প্রতিশ্রুতি দিলে আন্দোলন কিছুটা স্থিমিত হয় এবং বাদামতলায় অবস্থান কর্মসূচি পরিচালিত হয়। এ সময় সরকারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অন্তত চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।