মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী–সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আর্দশপাড়া চেতাশার ঘুন্টি এলাকায়।
নিহত হৃদয় রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় রায় কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেললাইন এলাকায় চলাচলের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।