১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপক্ষ ও উৎসব মুখখোর করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর- ইউএনও মোঃ আলী সুজা

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সরকার প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার তৃণমূল পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আচরণবিধি-২০২৫ বিষয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের অবহিত করন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন নিরপক্ষ ও উৎসব মুখোর করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমি, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম। বক্তারা নির্বাচনকালীন সময়ে আচরণবিধি যথাযথভাবে অনুসরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শাহে আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম উল্লেখযোগ্য।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

সভায় আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ স্থানীয় সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top