মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা – ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী, মোহাম্মদ শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ (১৪ ডিসেম্বর) রোজ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় গুরুদাসপুর পৌর বিএনপির উদ্যোগে, সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু সাহেবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি চাঁচকৈড় বাজার বাঁশ হাট থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁচকৈড় বাজার চৈতালি হাট মোর এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন, মোঃ মিজানুর রহমান, সদস্য, গুরুদাসপুর পৌর বিএনপি।
এছারাও উপস্থিত ছিলেন, মোঃ মিলন মাহমুদ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, দেওয়ান সবুজ সাবেক প্রচার সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, বজলুর রশিদ, সদস্য, পৌর বিএনপি, মোঃ গোকুল প্রাং বিশিষ্ট ব্যবসায়ী, ও ঠিকাদার, আব্দুল মালেক ভুলু, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক ও নাটোর জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক, সুমন হাসান, যুগ্ন-আহ্বায়ক, শহর যুবদল, রাঙ্গা মোল্লা, যুগ্ন-আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, তাহসিন রহামান মিহাল, সদস্য, শহর ছাত্রদল, রেজভী আহমেদ রাকিব, সাবেক ছাত্রদল নেতা, শহর ছাত্রদল, ফাহাদ ফরিদ, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর প্রজন্ম দল, সামস সুমন, সদস্য সচিব, গুরুদাসপুর পৌর প্রজন্ম দল, কবির মোতালেব হোসেন, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা প্রজন্ম দল, আমিনুল ইসলাম মিন্টু, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা প্রজন্ম দল, মোঃ জাহাঙ্গীর শেখ, যুবদল নেতা, মোঃ তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা, আত্তাব সরদার, সাবেক সভাপতি ৪ নং ওয়ার্ড বিএনপি সহ গুরুদাসপুর পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, শহিদুল ইসলাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি।
পথসভায় বক্তারা ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলায তীব্র নিন্দা জানান ও হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।