মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দীঘিনালা কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সূচনা করেন দীঘিনালা উপজেলা প্রশাসন। এরপর একে একে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর শহীদদের প্রতি সম্মান জানান।
এসময় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এর মধ্যে উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, উপজেলা রেড ক্রিসেন্ট, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।