মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
আজ ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নীলফামারী জেলা পুলিশ।
মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে শহরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দিবসটির শুভ সূচনা হয় ভোরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। পরবর্তীতে সকাল ৯টায় নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সর্বস্তরের সচেতন নাগরিকরা।
বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।