১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুর্গাপুরে মহান বিজয় দিবস নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন

সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।

সকাল ৬টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ, দুর্গাপুর থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল,সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের মূল কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা।
এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় মেলার আয়োজন করা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থাও করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে দুর্গাপুর জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। লাল-সবুজের সাজে সেজে ওঠে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ভবনসমূহ, যা পুরো উপজেলাকে এনে দেয় এক অনন্য আনন্দঘন আবহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top