১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উস্তাজুল উলামা শায়খুল হাদীস মাওলানা তাজুল ইসলাম রহ. এর ইন্তেকালে মুরাদনগর উপজেলা হেফাজতের গভীর শোক প্রকাশ

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগর এর সাবেক মুহতামিম, কাকরাইল জামে মসজিদের সম্মানিত ইমাম ও প্রবীন আলেমেদ্বীন শায়খুল হাদীস মাওলানা তাজুল ইসলাম রহ. ভোর ৪.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন।

তার ইন্তেকাল হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখা’র সভাপতি মুফতি আমজাদ হোসাইন ও সেক্রেটারি মুফতি আবুল ফারাহ ফরিদী এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

তারা শোক বার্তায় জানান শাইখুল হাদিস মাওলানা তাজুল ইসলাম রহ. ছিলেন একজন প্রজ্ঞাবান, দূরদর্শী ও আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত মতাদর্শী খাটি আহলে হক আলেমেদ্বীন। কুরআন ও সুন্নাহ এর সঠিক পথ প্রদর্শন ইসলামের আদর্শ বাস্তবায়নে এই নশ্বর পৃথিবীতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে আমরা একজন সত্যিকারের অভিভাবক হারালাম।

নেতৃবৃন্দ বলেন আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি । মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গ,গুণগ্রাহী, ছাত্র,শুভানুধ্যায়ী ও অনুসারীদেরকে ধৈর্য ধারণের তাওফিক দিন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top