১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতা বিরু মোল্লাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি:

পাবনায় প্রকাশ্য দিবালোকে বিরু মোল্লা (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত বিরু মোল্লা কামালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তার চাচাতো ভাই জহুরুল মোল্লাকে অভিযুক্ত করেছেন নিহতের স্বজনরা। অভিযুক্ত জহুরুল মোল্লা একই এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে।

নিহতের ছেলে রাজিব মোল্লা জানান, তার বাবা ও জহুরুল মোল্লা চাচাতো ভাই হলেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ করে তিনি বলেন, জহুরুল মোল্লা জোরপূর্বক তাদের সম্পত্তি দখল করে রেখেছেন এবং মঙ্গলবার দিবাগত রাতে চরের জমি দখল করে মাটি কেটে বিক্রি করেন।

রাজিব মোল্লা আরও জানান, বুধবার সকালে তিনি ও তার বাবা ওই বিষয়ে কথা বলতে জহুরুল মোল্লার বাড়িতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি চালান। এতে বিরু মোল্লা ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত জহুরুল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top