মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা পর্যায়ে এবার প্রথমবারের মতো কোনো প্রার্থীর পক্ষে এই মনোনয়ন ফরম উত্তোলন করা হলো।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ’র কার্যালয় থেকে জামায়াতের নেতৃবৃন্দ মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ, নায়েবে আমীর ক্বারী আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসাইন সাঈদীসহ অন্যান্য নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জামায়াত নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে।