১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:

পাহাড়ে শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে সদর উপজেলার ৩ শত অসহায় শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সেনানিবাসের ফুটবল গ্রাউন্ড মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেন মেজর পারভেজ রহমান জি২আই। অনুষ্ঠানে সেনাবাহিনীর অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে মেজর পারভেজ রহমান বলেন, পাহাড়ি জেলা বান্দরবানে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় গরীব ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষজন পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করেন। তাদের পাশে দাঁড়াতেই সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও সেনাবাহিনী নিয়মিতভাবে দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ ও প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা, ও পুনর্বাসন কার্যক্রম সেনাবাহিনীর চলমান মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

এদিকে শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, তীব্র শীতে কম্বল পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন। তারা এ মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top