১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে তিন অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান, জরিমানা ৩ লাখ ৫০ হাজার টাকা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধে নীলফামারীতে কঠোর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার পুলেরহাট, শালহাটি ও সখের বাজার এলাকায় অবস্থিত তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মোঃ মাহাবুবুল আলমের মালিকানাধীন মেসার্স দিনা ব্রিকস, মোঃ সেলিমের মালিকানাধীন মেসার্স সেলিম ব্রিকস এবং সৈয়দ রকিব হাসানের মালিকানাধীন মেসার্স রাবেয়া ব্রিকস–এ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

আইনটির ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স দিনা ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স সেলিম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স রাবেয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়াও প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স দিনা ব্রিকস ও মেসার্স সেলিম ব্রিকসের কিলন স্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় এবং সেখানে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়, যা অভিযানের কঠোর বার্তা বহন করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন নীলফামারীর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে নীলফামারী জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে শূন্য সহনশীল নীতিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top