১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পটি এখন যুব সমাজের মাঝে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দক্ষ জনশক্তি তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত এই প্রকল্প ইতোমধ্যেই দৃশ্যমান সাফল্য দেখাতে শুরু করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশের ন্যায় নীলফামারীতেও একযোগে এ প্রকল্পের ৫ম ব্যাচের জন্য লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। নীলফামারীর ছয়টি উপজেলা থেকে এবার মোট ৮৫৫ জন শিক্ষিত যুব ও যুব মহিলা এই প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, নীলফামারী জেলার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোঃ মানিক হার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসান আলী, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী, সহকারী কো-অর্ডিনেটর ইসরাত তামান্না, ট্রেইনার মোঃ সাব্বির আহমেদ, আব্দুল হালিম, রেজাউল করিম হীরা, সৈকত জামিলসহ সংশ্লিষ্টরা।

পরীক্ষার্থী রাকিবা সুলতানা ও মানিক ইসলাম জানান, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তারা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফট স্কিল বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করতে আগ্রহী।

প্রকল্প অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চারটি ব্যাচে মোট ৩০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি বর্তমানে সরাসরি আয় ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। ৫ম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে এবং ৮৫৫টি আবেদন জমা হয়।

প্রশিক্ষণকালীন সময়ে প্রতিটি প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ সুবিধা পাবেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী জানান, সরকারের প্রত্যক্ষ তদারকিতে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরি হচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top