সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বগুড়ায় বায়তুল মোকাররম সেন্ট্রাল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্র জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ এ মিছিল করা হয়। বিক্ষোভ কর্মসূচির শুরুতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্র জনতাকে ।
তারা স্লোগানে বলেন, ‘আমি কে তুমি কে, হাদি, হাদি, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও আওমীলীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান। এ সময় মিছিলে উপস্থিত থাকতে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাকিরুল, আজিম উদ্দিন, নেহাল, শহীদ সৈকতের মা,ও মিজান হাসান মোল্লা, মিজানুর রহমান পলাশ,আরাফাতসহ আরও অনেককে।