১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্কের কার্যনির্বাহী কমিটি গঠন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:

ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্ক (আইসিএন)-এর পুরাতন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শহরের রেলগেট এলাকায় আইসিএনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি মোঃ জাকির হোসেন জুয়েল, সহ-সভাপতি মোঃ আকরামুল আলম ডিলার, সাধারণ সম্পাদক মোঃ তানবীর হাসান সুমন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব জোয়াদ্দার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, অর্থ সম্পাদক মোঃ রুহুল আলম ফেরদৌস শৈবাল, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম লিটন, কার্যনির্বাহী সদস্য মোঃ কাজল সরদার, মোঃ তাইবুর রহমান তুফান, মোঃ মিজানুর রহমান হাসেম ও মোঃ নাজমুল হোসেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে গ্রাহক সন্তুষ্টি ও সেবার মানোন্নয়নে আইসিএনের ঐক্য, দক্ষতা ও নেতৃত্ব অপরিহার্য। নবগঠিত কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী হয়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সভা শেষে ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্কের সভাপতি মোঃ রেজাউল করিম নবগঠিত কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আইসিএনের নবগঠিত আহবায়ক কমিটি সেবা উন্নয়ন প্রযুক্তি সম্প্রসারণ ও সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্ক (আইসিএন) ঈশ্বরদী পৌর এলাকা ও আশপাশের অঞ্চলের গ্রাহকদের জন্য ক্যাবল টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া সেবা দিয়ে আসছে। নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top