জাকির হোসেন হাওলাদার, দুমকি( পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদারকে পুলিশ। প্রেপ্তার করেছে।
শনিবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর এলাকায় ছেলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সিকদার অসুস্থতার কারণে চিকিৎসার জন্য কিছু দিন ধরে গাজীপুরে তাঁর ছেলের বাসায় অবস্থান করছিলেন। ভোর রাতে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে পটুয়াখালীর দুমকী উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়।
মিজানুর রহমানের ছেলে জিহাদ সিকদার জানান, পুলিশ তাঁর বাবাকে গাজীপুর আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এ বিষয়ে দুমকী খানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারের বিষয়টি তিনি। শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি।