১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা

অনির্দিষ্টকালের জন্য এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। কবে নাগাদ স্থগিত এ পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করা হবে, তা সম্পর্কেও কিছুই জানানো হয়নি।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা জারি আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে দুপুর ১টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‌‌আসলে এখন পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই। সেজন্য স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচিতেও নেওয়া সম্ভব হচ্ছে না। মন্ত্রণালয়কে আমরা পরিস্থিতি জানিয়েছি। তারা সে অনুযায়ী আদেশ জারি করে বিষয়টি জানিয়ে দেবেন।

এর কিছুক্ষণ পরই শিক্ষা মন্ত্রণালয় থেকে অনির্দিষ্টকালের জন্য চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক আদেশ জারি করা হলো।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:  আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এর আয়োজন করা হয়। রোববার (১১ মে) দুপুর ১২ টার দিকে আরআরপি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা

স্নাতক স্বীকৃতির দাবিতে ঝালকাঠিতে নার্সিং শিক্ষার্থীদের শাটডাউন

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পর্যায়ের স্বীকৃতির

ধর্ম উপদেষ্টার সঙ্গে আল-হাইআতুল উলয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ: দাওরায়ে হাদীস সনদধারীদের চাকরি ও উচ্চশিক্ষার সুযোগের দাবি

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: কওমি মাদরাসার দাওরায়ে হাদীস (মাস্টার্স) সনদধারীদের সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে চাকরি এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতের দাবিতে আজ দুপুর ২টায় ধর্ম উপদেষ্টা

মুরাদনগরে অফিস সংস্কারে চাঁদা তোলার অভিযোগ সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবীর বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে অফিস কক্ষ সংস্কারের অভিযোগ উঠেছে।

Scroll to Top