৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত

বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে যেভাবে প্রয়োজন মনে করবে, জাতিসংঘ সেভাবেই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। সংস্থার মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

জাতিসংঘ মহাসচিব ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে ফোনে কথা বলেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র বলেন, তিনি (জাতিসংঘ মহাসচিব) তার (ড. ইউনূস) সাথে কথা বলেননি। তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক (বৃহস্পতিবার গঠিত অন্তর্বর্তী সরকারের) শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে কান্ট্রি টিম সক্রিয় রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখব যে নতুন সরকার গঠিত হলে আমরা কী ধরনের আনুষ্ঠানিক অনুরোধ পাই। আমরা অবশ্যই বাংলাদেশের সরকার ও জনগণকে যেভাবে প্রয়োজন মনে করব সেভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

ফারহান হক বলেন, আপনারা শুনেছেন যে, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সরকার গঠনের প্রত্যাশার কথা আমরা বলে আসছি। আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top