৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হত্যা-গণহত্যা, নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামও আছে এই তালিকায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম বুধবার (১৪ আগস্ট) তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর অভিযোগ জমা দেন।

গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক আতাউর রহমান গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো। তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেব।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

অনলাইন জুয়া নিষিদ্ধ সহ সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল

নিজস্ব প্রতিনিধি: আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে উল্লেখযোগ্য পরিবর্তন এনে ইন্টারনেটকে প্রথমবারের মতো মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অনলাইন

ফিরোজায় পৌঁছালেন বেগম খালেদা জিয়া

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে

গাজায় শিশুর চোখের আলো হারিয়ে যাচ্ছে যুদ্ধের হানায়

নিজস্ব প্রতিবেদক: মার্চ মাসের ২৫ তারিখে গাজার বেইত লাহিয়ায় সাত বছর বয়সী মোহাম্মদ হিজাজি খেলতে বের হয়েছিলেন। তবে সেইদিনের সকাল ছিল অন্যসব দিনের মতো না।

গাজার পূর্ণ দখলের পরিকল্পনায় ইসরাইল, নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গাজার পুরো ভূখণ্ড (৩৬৫ বর্গকিলোমিটার) দখলের পরিকল্পনা নিয়েছে ইসরাইল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। পরিকল্পনায় গাজা

Scroll to Top