৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রোহিত-কোহলিকে আউট করে ভারতীয়দের ‘গালি’ খাচ্ছেন হাসান

পেসার হাসান মাহমুদ চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু এনে দেন । দলীয় ৩৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটারকে ফিরিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে এই টাইগার পেসার। এতেই লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের টপ অর্ডার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৪ রানে ৬ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান হাসান।

এরপর দলীয় ২৮ ও ৩৪ রানে আরও দুই উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই শিবমন গিলকে আউট করেন হাসান। আর ৬ বলে ৬ রান করা বিরাট কোহলিকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন এই টাইগার পেসার। এতেই ভারতীয় সমর্থকদের তোপের মুখে পড়েছেন হাসান।

গত ৫ সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট করেন হাসান। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা ট্রফি নিয়ে তোলা ছবি পোস্ট করেছিলেন তিনি। ভারতের অধিনায়ক রোহিতকে আউট করার পর, ভারতীয় সমর্থকেরা হুমড়ি থেকে পড়েন সেই পোস্টে। দুই সপ্তাহের আগের সেই পোস্টে গালাগাল করতে থাকে তারা।

সেই পোস্টে কমেন্টে হাজির কোহলির ভক্তরাও। ক্ষোভ প্রকাশ করতে থাকেন ভারতীয় সমর্থকরা। তাদের প্রশ্ন ভারতে এসে রোহিত-কোহলিকে আউট করার সাহস হাসান মাহমুদ কোথায় পেয়েছেন?

এর মধ্যে ব্যতিক্রমও দেখা যায়। ভারতীয় এক সমর্থক অন্য ভক্তদের মনে করিয়ে দেন, হাসান নিজ দেশের হয়ে খেলছেন। নিজ দেশের হয়ে ভালো করায় কাউকে গালি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ভারতীয় সেই ভক্ত।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top