৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আইনজীবীকে বিচারপতি হুমকি দেওয়ায় বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উচ্চ আদালতের আইনজীবীর সঙ্গে এক বিচারপতির অসৌজন্যমূলক আচরণের ঘটনায় হাইকোর্টের একটি বেঞ্চ ভেঙে দিয়েছেন ।

৫০০ আইনজীবীর সই করা অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার (১৫ অক্টোবর) সংশ্লিষ্ট বেঞ্চ থেকে বিচারপতি আতাউর রহমান খানকে সরিয়ে দেন প্রধান বিচারপতি। তার স্থলে বিচারপতি কেএম হাফিজুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বেঞ্চের জুনিয়র বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি কাজী জিনাত হক।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে প্রধান বিচারপতি বরাবর অভিযোগ দাখিল করেন কয়েকজন আইনজীবী।

সেখানে বলা হয়, হাইকোর্ট বিভাগের ৭ নম্বর বেঞ্চে (মূল ভবন) ভ্যাকেশন এখতিয়ারাধীন শুরু থেকেই মামলার কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়ে আসছে। এ বিষয়গুলো নিরসনের জন্য আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আজ সকালে মেনশনের সময় আইনজীবীরা ও আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন।

তিনি আদালতকে সম্মানের সঙ্গে শুরুতেই অ্যাপোলজি প্রার্থনা করে বলেন, ‘আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে সকল জমাকৃত মামলা ঠিকমতো দৈনিক কার্যতালিকায় দেননি। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।’

উত্তরে বিচারপতি আতাউর রহমান খান ওই আইনজীবীকে ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে বলেন, ‘আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিয়েছে, আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে। আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দেবো।’

এ সময় আদালতে অবস্থানরত আইনজীবীরা বিষয়টির তীব্র প্রতিবাদ করলে তিনি এজলাস ত্যাগ করেন। এরপর ৫০০ আইনজীবীর সই সম্বলিত একটি লিখিত অভিযোগ করা হয় প্রধান বিচারপতি বরাবর।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নলছিটিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৪ মে (রোববার)  দিবাগত রাতে পৌর

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ২০  পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাজিব ইসলাম (২৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর, খোকসায় ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় বিএনপির একটি স্থানীয় পার্টি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক নেতাদের ছবি পোড়ানোর ঘটনায় ৯

ডোমারে মহানবী (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তি করা বিজয় দাস কে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে হযরত মোহাম্মদ (নাঃ) কটুক্তিকারী বিজয় দাস (২৪)কে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (২ মে)

Scroll to Top