৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ক্রীড়া উপদেষ্টা সাকিবকে যে কারণে ঢাকা আসতে ‘না’ করেছেন

সাকিবের ঢাকায় আসার প্রতিবাদে তার কুশপুত্তুল দাহ করা হয়েছে। তার ঢাকা টেস্ট খেলা নিয়ে প্রতিবাদ হয়েছে। মুহুর্মুহু স্লোগানে মুখর শেরে বাংলার আশপাশ। ব্যানার, ফেস্টুনে সয়লাব হোম অফ ক্রিকেটের গেটের বাইরের রাস্তা।

এমন উত্তপ্ত পরিস্থিতি এড়াতে সাকিবকে ঢাকায় আসতে ‘না’ করা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বয়ং বিসিবিকে সে নির্দেশনাই দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর এক বিবৃতিতে ক্রীড়া উপদেষ্টা জানান, তিনিও চেয়েছেন সাকিব দেশের মাটিতেই অবসর নিক এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল; কিন্তু জনগনের ক্ষোভের কারণেই শেষ পর্যন্ত সাকিবকে আসতে না করা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে। যা স্বাভাবিক।’

‘রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে।’

ক্রীড়া উপদেষ্টা আরও বোঝানোর চেষ্টা করেন যে, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজটা নির্বিবাদে আয়োজন এবং কোনোরকম অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই শেষ মুহূর্তে সাকিবকে ঢাকা আসতে না করে দেয় হয়েছে।

তাই তিনি বলেন, ‘কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত তার (সাকিবের) দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে।’

আসিফ মাহমুদ আরও জানান, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষা করতে গিয়েই সাকিবকে না আসার কথা বলা হয়েছে। তাই তার শেষ কথা, ‘খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top