২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

মিরাজকে প্রশংসায় ভাসালেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম

দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারতে থাকা বাংলাদেশী ব্যাটারদের ব্যর্থতার মধ্যে লড়াই করেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে এনে দেন লিড। তবে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মিরাজ।

বাংলাদেশ ম্যাচ হেরেছে ৭ উইকেটে। তবে মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল বা তার আগের দিনও তারা (মিরাজ-জাকের) ভালো জুটি গড়েছে। বল নরম ছিল কিছুটা। উইকেট তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। মেহেদী দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করতো। চ্যালেঞ্জ ছিল অনেক। তবে আমরা তা মানিয়ে নিয়েছি অনেক পরিশ্রম করে। অবশ্যই বাংলাদেশকে এখানে কৃতিত্ব দিতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়ে বেশ খুশি মার্করাম। তিনি আরও বলেন, ‘অবশ্যই দারুণ খুশি। সব ক্রীড়াবিদই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবাই চায় যত বেশি সম্ভব ম্যাচ জিততে। ভালো দল গড়ার শর্ত হল, ঘন ঘন এটি করতে পারা। এটাই সামনে আমাদের রোমাঞ্চিত করছে। এখন এটি দল হিসেবে আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা বেশ খুশি।’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ সফর অনিশ্চিত, রাজনৈতিক উত্তেজনায় ক্রিকেট সিরিজ নিয়ে ভাবনায় বিসিসিআই

নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সফরটি হচ্ছে না বলেই

মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টার রৌপ্যকাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি মোহনগঞ্জে ভাষা সৈনিক ও উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার এর স্মরনে রৌপ্য কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট

পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান সৌরভ গাঙ্গুলীর

নিজস্ব প্রতিবেদক: ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের

বিসিবির ২৩৮ কোটি টাকার এফডিআর স্থানান্তর নিয়ে বিতর্ক, মুখ খুললেন বোর্ড সভাপতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সে এমনিতেই চাপে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই নতুন বিতর্ক তৈরি হয়েছে বোর্ডের ফিক্সড ডিপোজিট (এফডিআর) হিসেবে রাখা

Scroll to Top