৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরিজ বাঁচাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে চট্টগ্রামে টসে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হয়েছে মাহিদুল ইসলামের। ম্যাচের আগে চোট পেয়েছেন জাকের আলী। তার জায়গায় মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

একাদশেও বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাঈম হাসান, লিটন দাস ও জাকের আলী। তাদের জায়গায় একাদশে রাখা হয়েছে নাহিদ রানা, মাহিদুল ইসলাম ও জাকির হাসান। এদের মধ্যে জ্বরের কারণে বাদ পড়েছেন লিটন।

অন্যদিকে প্রোটিয়াদের স্কোয়াডেও এসেছে দুটি পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন একাদশে এসেছেন ব্রিটজকে ও পিয়েডিটের জায়গায়।

এর আগে, মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী প্রোটিয়ারা। সিরিজ বাঁচাতে এ ম্যাচে তাই জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকির হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top