১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চ্যাম্পিয়ন মেয়েরা ছাদখোলা বাসেই বাফুফে ভবনে আসবে

এবারও দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন মেয়েদের ছাদখোলা বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে আনা হবে।

চ্যাম্পিয়ন মেয়েরা নেপালের কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকায় এসে পৌঁছবে। বাফুফে সূত্র নিশ্চিত করেছে মেয়েদের জন্য বিআরটিসির একটি ছাদখোলা বাস তৈরি করা হচ্ছে।

২০২২ সালে বিআরটিসির যে দোতলা বাসটির ছাদ খুলে ফেলা হয়েছিল সে বাসটি সেভাবেই পড়েছিল মতিঝিল ডিপোতে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর ওই বাসটির ধোয়ামোছার কাজ শুরু হয়েছে। সকালে নতুনভাবে বিজয়ী মেয়েদের ছবি সংবলিত স্টিকার বাসে সেঁটে দেওয়া হবে।

সাবিনাদের স্বাগত জানাবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এরই মধ্যে টেলিফোনে চ্যাম্পিয়ন মেয়েদের সাথে কথা বলে তাদের অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দল বুধবার কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top