১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

সুস্থ হয়ে বাড়ি ফিরছে সেই কল্পনা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক বাসায় ১৩ বছর বয়সি কল্পনা গৃহকর্মী হিসেবে কাজ করত। ঐ বাসার গৃহকর্ত্রী দিনাত জাহান কল্পনাকে নির্যাতন করে সামনের চারটি দাঁত ভেঙে দিয়েছিলেন।

হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় দিয়েছিলেন আগুনের ছ্যাঁকা। ১৯ অক্টোবরে গুরুতর জখম নিয়ে যখন হাসপাতালে আসে তখন মা-বাবা শঙ্কায় ছিলেন মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবে কি না। ৩ মাস ১০ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ কল্পনা হবিগঞ্জের লাখাই উপজেলার সদন গ্রামে ফিরে যাচ্ছে।

গতকাল বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ষষ্ঠ তলায় ভিআইপি কেবিনে কথা হয় কল্পনা ও তার পরিবারের সঙ্গে।

মা আফিয়া বেগমও জানান, পাঁচ মেয়ে ও এক ছেলের সংসার তার। স্বামী ছিলেন কাঠমিস্ত্রি, এক দুর্ঘটনায় তার কোমরে আঘাত পান। তারপর থেকে আর আয়-রোজগার করতে পারতেন না। চরম অভাবে পড়ে অনেকটা বাধ্য হয়েই মেয়েকে পাঠিয়েছিলেন গৃহকর্মীর কাজে।

আফিয়া বেগম আরও জানান, মেয়ের চিকিৎসার জন্য স্বামী আর তিনি এই তিন মাস মেয়ের সঙ্গে হাসপাতালেই ছিলেন। মেয়েকে মারধরের অভিযোগে আফিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর অধীনে ভাটারা থানায় দিনাত জাহানের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা চলমান আছে। কল্পনার আইনজীবী ফাহমিদা আক্তার জানিয়েছেন, কল্পনাকে নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহান ও তার ভাই আনান কারাগারে আছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, যখন কল্পনা হাসপাতালে আসে তখন নির্যাতনে কল্পনার ওপরের পাটির সামনের চারটি দাঁত ছিল না। হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় মারধর ও ছ্যাঁকার ক্ষত ছিল। একদিকে মারধর, অন্যদিকে রক্তশূন্যতা। শারীরিক সমস্যার সঙ্গে মানসিক ট্রমা সবই ছিল মেয়েটির। বেশ কয়েকটি সফল অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ কল্পনা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, কল্পনার স্থায়ী দাঁতের ব্যবস্থা করেই তাকে ছুটি দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য কিছু দিন ব্যবধান রেখে তার তিন দফায় অস্ত্রোপচার করা হয়। প্রতিটি দফায় তার শরীরের বিভিন্ন জায়গায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তিনি জানান, সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও তার ভালো খাবার ও পরিচর্যার প্রয়োজন আছে। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় কল্পনার চিকিৎসা ব্যয় বহন করে। বিনা মূল্যে কল্পনা চিকিৎসা পায় এবং সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ তার পড়াশোনাসহ যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্টে”, গ্রেফতার-৬

জহিরুল ইসলাম, মধ্যনগর উপজেলা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সারা দেশের মতো দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে সুনামগঞ্জেও চলছে অপারেশন “ডেভিল হান্ট”। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত

নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার

নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীতে এরশাদ মিয়া নামের এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের কামারগাঁও এলাকার সড়কের পাশের

গাজায় পুনরায় হামলার শঙ্কা

ইসরায়েলের সামরিক বাহিনী বন্দি বিনিময় স্থগিত হয়ে যাওয়ায় গাজায় আবারও হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে । এরই মধ্যে রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠিয়েছে তারা। আগামী শনিবারের মধ্যে

নাহিদ ও আসিফ কে আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন ছাত্রনেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তুলে নেওয়ার পর ডিজিএফআই টর্চারসেলে (আয়নাঘর) আটকে রাখা হয়েছিল। বুধবার অন্তর্বর্তী

Scroll to Top