৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে পৌর বিএনপির উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বিএনপি’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উদ্বোধনী ম্যাচে সিদলা ইউনিয়ন শহীদ জিয়া ফুটবল একাডেমি হোসেনপুর ও জাপানবাংলা ফুটবল একাদশ পাকুন্দিয়া অংশগ্রহণ করে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহাগ এর ধারাভাষ্য ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল ইসলাম শফিক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল।

যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে এগিয়ে ছিল। শহীদ জিয়ার দর্শন খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে আসতে হবে। বিএনপির সভাপতি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শ ও জুলাই-আগস্টের স্মৃতি বুকে ধারণ করে সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযুগে এগিয়ে আসতে হবে।

দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় দেশ সংস্কার, সমাজ সংস্কার, রাষ্ট্র মেরামতসহ সকল সংস্কারের সমাধান পেয়ে যাব। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম শহীদ, পৌর বিএনপির সহ-সভাপতি একেএম মিজানুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। সর্বস্তরের ফূটবলপ্রেমী জনতা উপস্থিত ছিলেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top