৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও টাকা ছিনতাই

মোঃ সাজেল রানা

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে, ২০ নম্বর বাড়ির সামনে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীর থেকে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আনোয়ার হোসেন (৪৩) নামের ওই ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন। আনোয়ার হোসেনের ‘অলংকার’ নামে একটি জুয়েলারি দোকান রয়েছে।
আহত আনোয়ার হোসেন ঢামেকে সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দিয়ে বলেন, “রাতে দোকান বন্ধ করে প্রায় দুইশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। তখন তিনটি মোটরসাইকেলে আনুমানিক সাতজন ছিনতাইকারী আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমাকে লক্ষ্য করে গুলি করে এবং পরে আমার সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।”
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সশস্ত্র ছিনতাইকারীরা ব্যবসায়ী আনোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। পাশাপাশি, ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে ও পিঠে বেশ কয়েকটি আঘাত করে মারাত্মক জখম করে। আহত আনোয়ার হোসেনের পায়ে গুলির আঘাত এবং পিঠে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন স্পষ্ট দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি এবং সেটি থেকে অপরাধীদের সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে। এছাড়াও, আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। আমরা আশা রাখি, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।”

পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করার জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে। এই ছিনতাইয়ের ঘটনায় বনশ্রী এলাকায় আতঙ্ক  ছড়িয়ে পড়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নন-ক্যাডার কর্মকর্তাদের বদলিতে নতুন বিধিমালা, সচিবালয়ে কর্মচারীদের ক্ষোভ–আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি:নন-ক্যাডার কর্মকর্তাদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নতুন বিধিমালার খসড়া তৈরি করেছে, যার ফলে কেউ আর দীর্ঘদিন একই কর্মস্থলে

আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: ‘আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা

তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিজেদের সমাজে অর্থবহ পরিবর্তন আনার লক্ষ্যে রাজনীতিতে আরও সক্রিয়ভাবে অংশ নিতে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি

অনলাইন জুয়া নিষিদ্ধ সহ সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল

নিজস্ব প্রতিনিধি: আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে উল্লেখযোগ্য পরিবর্তন এনে ইন্টারনেটকে প্রথমবারের মতো মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অনলাইন

Scroll to Top