রুবেল ফরাজী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর: শিক্ষাক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মো. নেয়ামত উল্লাহ এবং সদস্য সচিব হিসেবে মাসুম বিল্লাহ মনোনীত হয়েছেন। এছাড়া, ৩১২ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতারা অন্তর্ভুক্ত রয়েছেন।
সংগঠনের নেতারা জানান, শিক্ষার্থীদের জন্য বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সমাজে শিক্ষাগত ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। তারা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, সবার জন্য সমান সুযোগ এবং মানসম্পন্ন শিক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।
কমিটি ঘোষণার পরপরই সংগঠনের নেতাকর্মীরা মাদারীপুর শহরে একটি র্যা লি বের করেন। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। র্যা লি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, শিক্ষা খাতে বৈষম্য দূর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা, মাদারীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নতুন কমিটির নেতারা তাদের কার্যক্রম শীঘ্রই শুরু করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন, যা শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।