১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে (২৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় কয়েকজন ব্যক্তি ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার মৃত্যু হয়। পরে মরদেহ ফেলে রেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যায়।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই গাজীপুর আঙুলের ছাপ সংগ্রহ করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top