সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব.লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর পর ফিরলেন ভাটি বাংলার রাজধানী খ্যাত মোহনগঞ্জে। গত ২৫ শে ফেব্রুয়ারী মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাঠে জনাব.লুৎফুজ্জামান বাবর এর আগমন উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা ও পৌর বি এন পি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা আয়োজিত হয়। উক্ত আয়োজনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না। তাই দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সাথে বিদায় নিন। তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে। এজন্য তিনি দলের নেতাকর্মীদের তৈরি থাকতে বলেন।
বাবর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাগারে আটকে রেখেছে। শুধু আমাকে কারাগারে রেখেছে তাই নয়, গত সাড়ে ১৭ বছর পুরো দেশকেই কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার।
তিনি বলেন, কারাগারে থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়াতে চেয়েছিল। অনেক নির্যাতন করেছে। কিন্তু পারেনি, তারা ব্যর্থ হয়েছে।জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে। সরকারি-বেসরকারি চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন এ গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ। এ ছাড়া মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রাব্বানী পুতুল সহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।