২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের নেতৃত্বে এক দফা আন্দোলন: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে এক দফা আন্দোলন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান এক দফা আন্দোলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। তিনি দাবি করেন, এই আন্দোলনের মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের নির্দেশনায় বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এক দফার দাবিতে রাজপথে লড়াই করছে। সরকারের দমন-পীড়ন উপেক্ষা করেও এই আন্দোলন এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণ বিএনপির সঙ্গে রয়েছে। এসময় তিনি সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top