২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাঘাডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে নির্যাতন: মৃত ভেবে ফেলে গেল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ভুক্তভোগী বিল্লাল সানা খুলনা পাইকগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে। তিনি পাঁচ বছর ধরে কলকাতায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বুধবার দুপুরে ৭-৮ জনের সঙ্গে দেশে ফেরার পথে বিএসএফের ধাওয়ায় অন্যরা পালিয়ে গেলেও বিল্লাল ধরা পড়েন। এরপর বিএসএফ সদস্যরা তাকে নির্যাতন করে অচেতন অবস্থায় সীমান্তে ফেলে রেখে যায়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সীমান্ত টহলের সময় গুরুতর আহত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top