১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রত্যাশা জেলেনস্কির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প জেলেনস্কির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি না করায় তাকে দায়ী করেন। বৈঠক শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামত করা সম্ভব।

জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক দুই প্রেসিডেন্টের সম্পর্কের চেয়ে বেশি। আমাদের জন্য ওয়াশিংটনের সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

বৈঠকে ট্রাম্প ছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জেলেনস্কির সঙ্গে বিতর্কে জড়ান। ভ্যান্স অভিযোগ করেন, জেলেনস্কি যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না।

ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হলে কিছু ছাড় দিতেই হবে। তবে জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে “একজন খুনি” আখ্যা দিয়ে তার সঙ্গে কোনো আপস না করার আহ্বান জানান।

বৈঠক শেষে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন আবার ফিরে আসতে পারেন।”

বৈঠকের পরপরই জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top