১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নুর

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নুরের যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা জানান।

হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন।’

তিনি বলেন, ‘পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

হান্নান মাসউদ আরো বলেন, ‘আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে।
ভবিষ্যতে আমরা একসঙ্গে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি।’

তিনি আরো বলেন, ‘নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ-আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান, তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়।

পিরোজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘পিরোজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি।’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজীপুরে ধর্ম গোপন করে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে ধর্ষণ, গ্রেফতার হিন্দু যুবক ঋত্বিক সাহা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের পূবাইলে ধর্ম গোপন করে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে ধর্ষণের অভিযোগে ঋত্বিক সাহা (২০) নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১৯৭১-এর প্রতিশোধ: ভারতের বিরুদ্ধে পালটা হামলাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন শাহবাজ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের সাফল্যকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে

গাজায় ফের ইসরাইলি হামলা, আলোচনার মাঝেও প্রাণ গেল ৮৪ জনের

নিজস্ব প্রতিবেদক: কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালেই গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় নতুন করে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলা মূলত উত্তর গাজায়

মনোহরদী পৌর জামায়াতে ইসলামী উদ্দ্যোগে বাজার কল্যাণ সমিতির আয়োজনে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং মনোহরদী বাজার কল্যাণ সমিতির আয়োজনে হোটেল নূরজাহানের হলরুমে এক বিশেষ ব্যবসায়ী মতবিনিময়

Scroll to Top