লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুফ আলী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাহবুব ছিদ্দিক, অভিভাবক প্রতিনিধি মাসুদ আলম।
এডহোক কমিটির মেয়াদের মধ্যে বিদ্যালয়ের বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে।
আবুল কালাম আজাদ মুন্সী বলেন, “আমি অত্যন্ত গর্বিত যে, আমাকে বিদ্যালয়ের উন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনার জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে বিদ্যালয়ের উন্নতি সাধন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের উন্নতির জন্য কাজ করবো। আশা করি, শিক্ষার মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের প্রতি সকলের আস্থা আরও দৃঢ় হবে।
এডহোক কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কমিটির সদস্যরা।