মনির হোসেন, সখিপুর প্রতিনিধিঃ
৫ মার্চ রোজ বুধবার বিকালে বেলায় সখিপুরের তালতলা চত্বরে যানজট নিরসনে সমন্বয়ক সেলিম আল মামুনের নেতৃত্বে বৈষম্যে বিরোধী ছাত্র-আন্দোলনের একটি টিম কাজ করছিল কিন্তু এক পর্যায়ে সেখানে আসেন বি.এন.পি নেতা শফি মিয়া,সেখানে আসার পরে সমন্বয়কদের সাথে তার কথা হয় কিন্তু এক পর্যায়ে সমন্বয়কদের সাথে তার বাক বিতন্ডা হয় এবং তখন বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের পক্ষ হতে দাবি করা হয় তিনি অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় তাকে উক্ত সংগঠনের লোকজন এসে টেনে হিচড়ে থানার দিকে নিয়ে যায়।
এক পর্যায়ে সাধারণ মানুষ এবং সখিপুর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ বাধা প্রদান করেন।এই ঘটনার পরিপ্রেক্ষিতে সখিপুর তালতলা চত্বরে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এক পর্যায়ে শফি মিয়ার পক্ষে একটি গ্রুপ এবং বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের পক্ষে একটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয় পরবর্তীতে উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল,ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেনসহ বি.এন.পির নেতৃবৃন্দের মধ্যস্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সখিপুরে সাধারণ মানুষের মাঝে নানা প্রকার আলোচনা সমালোচনা হচ্ছে উক্ত বিষয়কে ঘিরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে বাক-বিতন্ডা চলছে।সখিপুরের সাধারণ মানুষের দাবি এমন ঘটনা যেন আর না ঘটে সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টির রাখার জন্য অনুরোধ করা হলো।