২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আত্মগোপনে থাকা নীলফামারী-১ আসনের সাবেক এমপির ৪দিনের রিমান্ডে

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ
রংপুরে গ্রেফতার হওয়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর কোতোয়ালি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মুস্তাফিজার রহমান গ্রেফতারকৃত আফতাব উদ্দিন সরকারকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাড. ইতফা আক্তার রিমান্ডের বিরোধিতা করেন।পরে উভয়পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞআদালত।

এদিকে বুধবার দিবাগত রাত পৌনে একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মে. মজিদ আলীর নেতৃত্বে রংপুর মহনগরীর নিউ সেনপাড়া এলাকায় তার ছেলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতাউর রহমান সঙ্গে ছিলেন।

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদানসহ অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top