২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

অভিনন্দন বাংলাদেশ নারী কাবাডি দল: স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলুক

মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ

ঢাকা, ০৭ মার্চ ২০২৫ (শুক্রবার): বাংলাদেশ নারী কাবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে নারী কাবাডি দল স্বর্ণপদক জয় করবে এবং দেশকে গর্বিত করবে।

উপদেষ্টা বলেন, “বাংলাদেশ নারী কাবাডি দল তাদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং শক্তিশালী মনোভাবের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে। এই অর্জন দেশের ক্রীড়া ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

তিনি আরও যোগ করেন, “আমরা আশা করি, তারা আগামী প্রতিযোগিতাগুলোতে স্বর্ণ জয় করতে সক্ষম হবে এবং তাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে।”

বাংলাদেশের ক্রীড়া জগতের এই গুরুত্বপূর্ণ অর্জনকে সামনে রেখে, জাতীয় কাবাডি দলকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং আগামী দিনে আরও বড় সাফল্যের জন্য তারা সমর্থন প্রদান করবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

তামিমের অসুস্থতায় ফেসবুকে সাকিবের আবেগঘন স্ট্যাটাস

মোহাম্মদ রকিবুল হক (শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান গত কাল ২৪এ মার্চ রোজ সোমবার হৃদরোগে আক্রান্ত হয় এবং

হার্ট অ্যাটাকে অসুস্থ তামিম ইকবাল, অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ সকালে দুশ্চিন্তার খবর পায় দেশের ক্রিকেটপ্রেমীরা। প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে দ্রুত

দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই, স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার – ক্রীড়া উপদেষ্টা

মোঃ সাজেল রানা, প্রতিনিধি: বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব

ওয়ানডে থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন মুশফিকুর রহিম

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত দেন এই তারকা। ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে

Scroll to Top