২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

আরব আমিরাতে বিএনপির ইফতার মাহফিলে দ্রুত জাতীয় নির্বাচনের আহ্বান

আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সরকারকে জনগণের স্বার্থে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ২০০৭ সালের ৭ মার্চ সেনা সমর্থিত মঈনুদ্দিন-ফখরুদ্দীনের ওয়ান-ইলেভেন সরকার জরুরি বিধিমালার মাধ্যমে তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল। যারা সেসময় তারেক রহমানকে নিন্দিত করতে চেয়েছিল, তারাই এখন ঘৃণিত হয়েছে। বিপরীতে, তারেক রহমান দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

তিনি গত শুক্রবার আরব আমিরাত বিএনপির উদ্যোগে আজমানের আজমানী হলে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম নওয়াব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আজিম উদ্দিন চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল হালিম, প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, সরোয়ার আলমগীর, হাজী শরাফত আলী, জাকির হোসেন খতিবসহ আরব আমিরাত বিএনপির নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top