মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
দেশে নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী সহ বিভিন্ন সমস্যা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স নতুন হটলাইন সেবা চালু করেছে। এই হটলাইন সেবা দ্বারা জনগণ দেশের যেকোনো স্থানে ঘটে যাওয়া এসব ঘটনার বিরুদ্ধে সহজে অভিযোগ করতে পারবেন।
এটি নারীদের নিরাপত্তা ও সমানাধিকারের প্রতি পুলিশের দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে চালু করা হয়েছে। এই হটলাইন নম্বরে রাতদিন ২৪ ঘণ্টা অভিযোগ গ্রহণ করা হবে, যাতে অভিযোগকারীরা দ্রুত সেবা পেতে পারেন এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
হটলাইন নম্বরসমূহ:
– ০১৩২০০০২০০১
– ০১৩২০০০২০০২
– ০১৩২০০০২২২২
এই নম্বরগুলো দিবারাত্রি ২৪ ঘণ্টা কার্যকর থাকবে এবং সকল অভিযোগ দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হবে।
নারী নির্যাতন প্রতিরোধে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা নারীদের সামাজিক নিরাপত্তা এবং সম্মান বৃদ্ধি করবে।