৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী শাকিলকে অপহরণ চাঁদা আদায় না হওয়ায় নির্মমভাবে হত্যা

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ 

ঢাকা, ১১ মার্চ ২০২৫ (মঙ্গলবার): লালমনিরহাটে ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী শাকিলকে অপহরণ করে চাঁদা দাবি না পেয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ আজ ঘটনাস্থল থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে এবং এই ঘটনায় তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী এলাকার আনসারিয়া নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণি পড়ুয়া শাকিলকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শাকিলের মাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই বিষয়ে পুলিশকে জানানো হলে, তদন্তে নামে পুলিশ এবং শাকিলের পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

১১ মার্চ পুলিশ সহিদুল ও তার ছেলে সোহানকে আটক করে এবং পরে সোহানের দেয়া তথ্যমতে, একই এলাকায় সহিদুলের বাড়ি সংলগ্ন একটি সেফটিক ট্যাংকের নিচে পুঁতে রাখা শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক বলেন, “শাকিলকে অপহরণ ও হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।” স্থানীয় মজিবর রহমানও বলেন, “অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি দেওয়া উচিত।”

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, “শাকিল হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শাকিলের পরিবারের পক্ষ থেকে এজাহার দাখিলের প্রস্তুতি চলমান রয়েছে।”লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ.কে.এম ফজলুল হক বলেন, “শাকিলকে অপহরণ ও হত্যার ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং শাকিল হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ মার্চ দেয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের

হেফাজতের সমাবেশ থেকে আওয়ামী নিষিদ্ধ সহ ১২ দফা ঘোষণা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং ১২ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল

জিআই তালিকায় টাঙ্গাইলের আরেক গর্ব — ‘জামুর্কীর সন্দেশ’

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের মিষ্টি নিয়ে কথা উঠলে সবার আগে আসে ‘চমচম’-এর নাম। তবে এবার সেই তালিকায় যোগ হলো আরেক ঐতিহ্যবাহী স্বাদ—মির্জাপুরের জামুর্কীর সন্দেশ।

বিএসএফ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী পাল্টা

Scroll to Top