৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভাঙ্গুড়ায় ইউনিয়ন ভূমির অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষায় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল হামিদ এর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উটেছে। সোমবার (১০ মার্চ) দুপুরে অষ্টমনিষা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ গ্রহনের সময় তাকে হাতেনাতে ধরে অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ গাজী। আব্দুল হামিদ পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা গ্রামের মৃত জাবেদ সরকারের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরের দিকে অষ্টমনিষা ইউনিয়নের শাহনগর গ্রামের হোসেন প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম তার ৬ শতাংশ জমি খাজনা খারিজ করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে আসেন। সরকারি বিধি মোতাবেক প্রতি দলিলে ১১শ ৫০ টাকা নেওয়ার বিধান থাকলেও ইউনিয়ন ভূমির অফিস সহায়ক আব্দুল হামিদ তার কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করেন। এর কম টাকা হলে কাজ হবেনা বলে জানান। ভুক্তভুগি রফিকুল তখন উপায়ান্তর না পেয়ে অনুরোধের মাধ্যমে আব্দুল হামিদকে সাড়ে ৪ হাজার টাকা দেন। এ সময় দরজার বাইরে থেকে বিষয়টা দেখতে পান অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ গাজী। তৎক্ষণাৎ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর ইসলামকে সঙ্গে নিয়ে আব্দুল হামিদকে ঘুষ নেয়ার বিষয়ে বললে তিনি তার ভুল স্বীকার করে ভুক্তভোগী রফিকুলকে টাকা ফেরত দিয়ে দেন। সেই সাথে বিষয়টা আর কাউকে না জানানোর অনুরোধ করেন।

এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ গাজী বলেন, আমাদের ইউনিয়নে কোন দূর্নীতিবাজ ও ঘুষখোর ভূমি কর্মকর্তাদের স্থান নেই। কর্তৃপক্ষ দ্রুত এই দূর্নীতিবাজ ও ঘুষখোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবো।

এ বিষয়ে অফিস সহায়ক আব্দুল হামিদ বলেন, টাকা নেওয়াটা আমার ভুল হয়েছে। তবে পরে আমি টাকা ফেরতও দিয়ে দিয়েছি।

ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টমনিষা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: সুলতান হোসেন বলেন, সে সময় আমি অফিসে ছিলাম না তবে ঘটনাটি আমি শুনেছি। আমার অফিস সহায়ক কে সতর্ক করেছি। পরবর্তীতে তার বিরুদ্ধে এরকম অভিযোগ আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। সরকারি বিধানের বাইরে কোন অর্থ আদান প্রদান করা যাবেনা। তবে কেউ অতিরিক্ত অর্থ আদায় করে থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ মার্চ দেয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের

হেফাজতের সমাবেশ থেকে আওয়ামী নিষিদ্ধ সহ ১২ দফা ঘোষণা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং ১২ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল

জিআই তালিকায় টাঙ্গাইলের আরেক গর্ব — ‘জামুর্কীর সন্দেশ’

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের মিষ্টি নিয়ে কথা উঠলে সবার আগে আসে ‘চমচম’-এর নাম। তবে এবার সেই তালিকায় যোগ হলো আরেক ঐতিহ্যবাহী স্বাদ—মির্জাপুরের জামুর্কীর সন্দেশ।

বিএসএফ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী পাল্টা

Scroll to Top