১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কিডনি জটিলতায় জবি শিক্ষার্থী নাইমুরের মৃত্যু

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ

না ফেরার দেশে চলে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাইমুর রহমান সীমান্ত। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টায় ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (NIKDU)তে ইন্তেকাল করেন এই শিক্ষার্থী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)

জানা যায়, নাইমুর রহমান সীমান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। বহুদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভোগছিলেন। কিডনি জটিলতা বৃদ্ধি পেলে সোমবার (১৭ মার্চ) রাতেই নাইমুরকে হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যুর পর ইতিমধ্যে তাঁকে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে দাফন করা হয়েছে।

নাইমুরের আকষ্মিক মৃত্যুর কথা স্মরণ করতে গিয়ে তার এক সহপাঠী জানান, নাইমুর যথেষ্ট মেধাবী, সদালাপী ও বন্ধুবৎসল ছিল। সে ক্লাসে একদম স্বাভাবিক ছিল। কখনো তার মাঝে কিডনিজনিত অসুস্থতার লক্ষণ দেখিনি। এভাবে হঠাৎ সে আমাদের ছেড়ে চলে যাবে সেটা আমরা কল্পনাও করিনি।

ইতিমধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের পক্ষ থেকে লিখিত এক শোকবার্তায় জানানো হয়, তার এই অকাল প্রয়াণে বিভাগ, শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। শোকবার্তায় বিভাগীয় শিক্ষকরা তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। নাইমুর রহমান সীমান্তের স্মৃতিকে অমলিন রাখতে বিভাগের পক্ষ থেকে বিশেষ দোয়া ও শোকসভা আয়োজনের পরিকল্পনার কথাও বলা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top