২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা জনগনের সেবক – হোসনা আফরোজা ডিসি(বগুড়া)

আশরাফুল ইসলাম, বগুড়া, প্রতিনিধিঃ

বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা হোসনা আফরোজা মহোদয় জেলার বিভিন্ন উপজেলার নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গতকাল সকাল-১১ ঘটিকায় শিবগঞ্জ উপজেলা পরিদর্শনে যান।

পরিদর্শনে তিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান এর নিকট থেকে শিবগঞ্জ উপজেলার বর্তমান উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন এবং উপজেলার আইন শৃঙ্খলার খোঁজ খবর নেন। উক্ত পরিদর্শনের অন্তর্ভুক্ত ছিল শিবগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় এবং আটমুল ইউনিয়নের একটি সড়ক নির্মাণ প্রকল্প। জেলা প্রশাসক মহোদয় সরেজমিনে শিবগঞ্জ থানায় যান এবং পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক মহোদয় বলেন পবিত্র ঈদুল ফিতরের সময় উপজেলা বাসীর যেনো কোনো সমস্যার সৃষ্টি না হয়,পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ব্যাপী বিভিন্ন ধরনের খপ্পর পার্টি মানুষের ক্ষতি করে-যেমন-ছিনতায়,রাহাজানি ও অজ্ঞান পার্টির লোকজন চেতনা নাশকের মাধ্যমে অর্থ সম্পদ লুট করে, এগুলো প্রতিরোধ করতে হবে ও জনসচেতনতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে এবং পুলিশের টহল জোরদার করতে হবে। পুলিশ প্রশাসন কে জনগণের সেবক/বন্ধু হিসেবে পরিনত করতে হবে।

শিবগঞ্জ থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মহোদয় উপজেলা ভূমি অফিসে যান। উপজেলা ভূমি অফিস পরিদর্শনে তিনি বলেন-এক সময় ভূমি অফিস ছিলো দূর্নীতির আখরা ও দেশের জনগণের ভোগান্তির কেন্দ্রবিন্দু, বিগত সময়ের মতো কোন কাজ আমরা সহ্য করবো না, এবিষয়ে জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিসার কে বিশেষ নজর দারির কথা বলেন। এরপর জেলা প্রশাসক মহোদয় সরেজমিনে আটমূল ইউনিয়নের একটি নতুন সড়ক প্রকল্প পরিদর্শন করেন।

সড়ক পরিদর্শনের সময় জেলা প্রশাসক মহোদয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলেন ও শিবগঞ্জ উপজেলা প্রকৌশল কর্মকর্তা কে নির্দেশনা দেন, কাজটি সঠিক ভাবে তদারকির জন্য।পরিশেষে, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতো বিনিময় করেন।

মতো বিনিময়ে শিবগঞ্জ উপজেলার সমস্যাগুলো শুনেন এবং শিবগঞ্জের সার্বিক উন্নতিতে করণীয় সম্পর্কে আলোকপাত করেন। জেলা প্রশাসক মহোদয় বলেন-শুধু শিবগঞ্জ উপজেলা নয়,বিগত সময়ের অবহেলিত বগুড়া জেলার সার্বিক উন্নয়নে ভুমিকা রাখতে চাই।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন আপনারা বিগত সময়ের জনপ্রতিনিধিদের মতো আচরণ করবেন না, যদি কেউ বিগত সময়ের জনপ্রতিনিধিদের মতো আচরন করেন-তার ফলাফল ভয়ানক হবে। মতবিনিময় শেষে জেলা প্রশাসক মহোদয় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করেন। উক্ত পরিদর্শনে জেলা প্রশাসক মহোদয়কে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ মহোদয় এবং সহকারী কমিশনার (ভূমি), শিবগঞ্জ মহোদয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top