২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা রাজবাড়ীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

 আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে পুলিশী অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় মিরাজ খান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের মেহের উল্লাহর ছেলে ও পাচুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ভান্ডারিয়া গ্রামের বাড়ী থেকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার সময় রাজবাড়ী উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগনের উপর দেশীয় অস্ত্র দ্বারা আক্রমন করে। তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়তে থাকে। তাদের মারপিটে এবং আসামীদের ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া,  আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন সহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়। পরে এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মোঃ তারেখ খানের ছেলে মোঃ জিসান হোসাইন খান বাদী হয়ে এজাহারনামীয় ১৪ জন আসামী ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, রাজবাড়ী সদর থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী সদর থানার ভান্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী পাচুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিরাজ খানকে নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এ যেন দ্বিতীয় ‘আয়নাঘর’, প্রকাশ পেল লোমহর্ষক ঘটনা

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি ভবন থেকে ‘আয়নাঘর’ এর মতোই এক ভয়ানক কক্ষের সন্ধান মিলেছে। যেখানে সাধারণ মানুষকে আটক করে চাঁদা আদায়,

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ

চিন্ময়ের জামিন নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাইকোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না। তিনি বলেন,

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত

Scroll to Top