২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

ধানমন্ডিতে আ:লীগের সমর্থনে মিছিল,যুবলীগ নেত্রীসহ আটক ৩

সোহাগ হোসেন,তাড়াশ প্রতিনিধিঃ

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে তিনজন আটক হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে দলটির ১৫ জনের মতো সদস্য মিছিলের চেষ্টাকালে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), মো. সিরাজুল (৪৫) ও মো. রাজু (৩০)।

শুক্রবার (২১ মার্চ) রাতে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি জানান, সন্ধ্যার পর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় গ্রেফতারকৃত তিনজনসহ কয়েকজন মিলে একটি মিছিল বের করার চেষ্টা করে। পরে জনগণ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ওই মিছিলে থাকা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জুয়েল রানা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top